মুন্নী সাহা'র সাথে একরাত্রি

লিখেছেন লিখেছেন জাকারিয়া কবির ১৬ অক্টোবর, ২০১৬, ০৯:১৬:২৪ রাত

রাত ১২টা,এটিএন নিউজ'র স্টুডিওতে ঢুকলাম।স্টুডিওতে কয়েকজন তুখোর আলোচক উপস্থিত আছেন,তাদের মধ্যে উল্লেখ যোগ্য হল শাহরিয়ার কবির(স্যোসাল মিডিয়ায় অনেকে যাকে মুরগি কবির ডাকে),একজন অবসর প্রাপ্ত মেজর,স্যার জাফর ইকবাল(ষাঁড় জাফ্রিক বাল নামে ফেসবুকে একটা পেজ আছে) এনারা সকলে উচ্চশিক্ষিত ডিজিটাল মুসলিম,একমাত্র আমি কমশিক্ষিত দাঁড়ি,টুপি ওয়ালা ননমডারেট মুসলিম।ওনাদের সাথে ইসলামের ব্যাপারে আমাদের অনেক দ্বিমত আছে।উদাহারণ দিয়ে বুঝিয়ে বলছি,জাফর ইকবাল স্যার কপি-পেস্টের মাধ্যমে একটা ড্রোন তৈরি করে বলল,কুরআন মানার কোন প্রয়োজন নেই,কারণ কুরআনে ড্রোন সম্পর্কে কিছু বলা হয়নি।সুতরাং এটা ইশ্বরের বাণী হতে পারেনা।তাকে যদি বলি,কুরআনে ড্রোন সম্পর্কে কিছু বলা হয়নি ঠিকই কিন্তু বিজ্ঞানের উৎস হল কুরআন তবু সে বুঝেনা।যাইহোক মূল কথায় আসি, সাধারণত এমন পরিবেশে নিজেকে নার্ভাস লাগে।তারপরেও আল্লহ'র উপর পূর্ণ আস্থা রেখে তাদের সাথে যোগদিলাম।ইদানিং আমাদের দেশের টিভি চ্যানেল গুলো প্রথম বিশ্বের দেশগুলোর প্রাইম টাইমে সাধারণত লাইভ টেলিকাস্ট করে থাকে।টকশো'র বিষয় "ইসলাম ও জঙ্গিবাদ" জটিল টপিক এই সেকুলার মিডিয়ার সঞ্চালক একটু অসতর্ক হলেই কথার জালে আটকিয়ে দিতেপারে,তার উপর উনি ইসলাম বিদ্বেষী হিদু।

.

কথা শুরুহল,সঞ্চালক ও উপস্থিত ৩ আলোচকের কথা টপিকের সাথে সামান্যতম মিলনেই।ওনাদের কথায় মনেহল,তারা ঘুরেফিরে সবখানে যুদ্ধাপরাধের গন্ধপান।ইসলাম মানেই জঙ্গিপনা,আর আম্লিক মানে হাম্বি-তাম্বি.... ইত্যাদি।বুঝতে বাকি রইলনা যে,এরা আম্লিকের দালাল, হাছিনার দালাল।তাদের দালালি মার্কা কথা আর আমার পজেটিভ যূক্তির চোটে একসময় স্টুডিওতে ঝগড়া বেধেগেল,ঝগড়া একসময় হাতাহাতিতে রুপনেয়।আমি উত্তেজিত হয়ে ৩জনকে বেদম প্রহার শুরুকরি।হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হল,কে?

-কিরে,ঘুমের মধ্যে চিল্লা-চিল্লি করছিস ক্যান?মায়ের কন্ঠ।

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378755
১৭ অক্টোবর ২০১৬ রাত ১২:০৯
আকবার১ লিখেছেন :

চমৎকার।
378760
১৭ অক্টোবর ২০১৬ সকাল ১০:১৭
জাকারিয়া কবির লিখেছেন : ধন্যবাদ আপনাকে@আকবার ভাই
378764
১৭ অক্টোবর ২০১৬ দুপুর ১২:৪১
ফখরুল লিখেছেন : ভাই আমি ঘুমের ঘোরেই Rolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the Floor খাচ্ছি।

চরম হৈছে।
378769
১৭ অক্টোবর ২০১৬ দুপুর ০৩:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরেকটু হলেই!!!!
378770
১৭ অক্টোবর ২০১৬ দুপুর ০৩:৪০
জাকারিয়া কবির লিখেছেন : আপনি নাকে তেল দিয়ে আরও ঘুমান@ফখরুল ভাই।আরেকটু হলেই কি হত, তাতো বল্লেন না@রিদওয়ান ভাই।যাইহোক, আপনাদের ধন্যবাদ।
378782
১৭ অক্টোবর ২০১৬ রাত ০৯:২৩
হতভাগা লিখেছেন : আর কারেও খুইজা পাইলেন না ? আনিসুল হকের অনুষ্ঠানে দেইখেন সামনের বার এন্ট্রি করা যায় কি না ?
378873
২০ অক্টোবর ২০১৬ সকাল ০৯:২৮
জাকারিয়া কবির লিখেছেন : হাঃ হাঃ হাঃ, সামনের বার চেষ্টা করব@হতভাগা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File